1-boy-killed-by-BSF-firing-in-Rajshahi-Godagari.jpg
রাজশাহী গোদাগাড়ীত বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত

রাজশাহী গোদাগাড়ীত বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বাণী ইসরাইল হিটলার | গোদাগাড়ী প্রতিনিধি | উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর গোদাগাড়ীর মাজারদিয়াড়  চক (ডিএমসি) সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সীমান্তে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উক্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

 

 

রাজশাহী গোদাগাড়ীর ৯নং চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, সমিরুল ওরফে সামিউল বৃহস্পতিবার সকালে ডিএমসি সীমান্তের ৫নং সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চরআষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই সমিরুল নিহত হয়। খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুটি টহল দল ঘটনাস্থলে যায়। তারা কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করেন।

 

 

স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে দিয়াড় মানিকচক চরের (ডিএমসি) সীমান্তের কাছে জমিতে ঘাস কাটতে যায় উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল ইসলাম ওরফে হাসিবুরের ছেলে সমিরুল ইসলাম ওরফে সামিউল (১৫)। এ সময় ভারতীয় সীমান্তের চর আষাড়িয়াদহ ফাঁড়ির বিএসএফ জওয়ানরা সমিরুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কিশোর সমিরুল ইসলাম নিহত হয়।

 

 

 

উত্তরবঙ্গ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন। ঘটনার খবর পেয়ে দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

সার্বিক বিষয়ে রাজশাহী গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, কিশোর সমিরুল ওরফে সামিউলের লাশ বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন বলে তিনি খবর পেয়েছেন। আইন অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.