স্টাফ রিপোর্টার :: জেএসসি পরীক্ষার ফল প্রকাশের চার মাস অতিবাহিত হলে ফলাফলের ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করতে পারেনি রাজশাহী শিক্ষাবোর্ড। ২০১৮ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার বছরের ২৪ ডিসেম্বর জেএসসির ফল প্রকাশ হয়। যদিও রাজশাহী শিক্ষাবোর্ডের বাইরের বেশ কয়েকটি বোর্ডের ফলাফলের ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে।
এবিষয়ে শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামানিক বলেন, শিক্ষামন্ত্রণালয় থেকে বৃত্তির কোন ঘোষণা আসেনি। তবে কয়েক দিনের মধ্যে বৃত্তির ঘোষণা আসবে বলে তিনি আশা করেন।
প্রসঙ্গত, শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ২২১ জন।
........................................................................................................................................................ উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com