নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন::৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) পরিচালক আব্দুল মান্নানকে অপসারণের দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটি। দুধ নিয়ে গবেষণাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিচার্স সেন্টারের পরিচালক অধ্যাপক আ ব ম ফারুককে হুমকি দিয়ে বক্তব্য দেয়ায় এই দাবি করা হয়।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে সংগঠনটি। অন্যথায় বিএসটিআই কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন সংগঠনটির মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। সংবাদ সম্মেলনে আ ব ম ফারুকসহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আ ক ম জামাল উদ্দীন বলেন, দুধ নিয়ে গবেষণা করায় প্রফেসর আ ব ম ফারুককে হুমকি প্রদান ও বেঈমান হিসেবে গালমন্দ করেন বিএসটিআই পরিচালক আব্দুল মান্নান, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে আমরা বিএসটিআই কার্যালয় ঘেরাও করবো। অধ্যাপক আ ব ম ফারুক বলেন, যে কোম্পানির দুধ পাস্তুরিতকরণের মেশিন আছে, সুযোগ-সুবিধা আছে, সে কোম্পানির দুধে কিন্তু জীবাণু থাকার কথা নয়। এর মানে হলো ওই সুবিধাটুকু হয়তো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.