স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে এক লাখ ইউরো বা প্রায় এক কোটি টাকা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।সোমবার ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সহায়তা থেকে বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলের ২৫ হাজার মানুষ উপকৃত হবে বলে ইইউ'র বিজ্ঞপ্তিতে বলা হয়।বন্যায় কবলিতদের জরুরি প্রয়োজন পূরণে নগদ অর্থ বিতরণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ইইউ'র এই তহবিল দেয়া হচ্ছে।
এ সাহায্য মানুষজনকে তাদের মালামাল ও গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে, খাদ্য সহায়তা, পানি বিশুদ্ধকরণ ও প্রাথমিক চিকিৎসায় সহায়তা করবে।এ তহবিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) দুর্যোগকালীয় জরুরি ত্রাণ তহবিলে ইইউর সার্বিক অবদানের অংশ বলে উল্লেখ করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com