নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিবেদন :: বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট রোববার ২০২০ বিকাল ৩ টায় রাজশাহীর কাটাখালিতে শোকর্যালি, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক র্যালিতে নেতৃত্ব দেন কাটাখালি পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের সম্ভাব্য মেয়রপ্রার্থী আব্দুল মোত্তালেব ও কাউন্সিলর মাসুদ রানা, পবা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সামা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, জেলা মহিলা যুবলীগ সভানেত্রী নার্গিস আকতার শেলী।
উদীমান তরুণ প্রজন্মের নেতা ও কাটাখালি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শরিয়ত উল্লাহ্ সৈকতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাবি ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম শরীফ। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন রাব্বানী।
প্রধান অতিথি রাবি ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম শরীফ তার বক্তব্যে বলেন - কোন জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। আমাদেরকে ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ।
কাটাখালি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শরিয়ত উল্লাহ্ সৈকত - ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু তারা তার নাম বাঙালি জাতির অন্তর থেকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু বলেছেন, "নেতার মৃত্যু হতে পারে, কিন্তু আদর্শের মৃত্যু নেই।" বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকবেন চির অম্লান।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com