নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে ওএমএস এর মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে মহানগরীর ৩২টি পয়েন্টে একযোগে এ চাল বিক্রি শুরু হয়।
রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার নিম্নআয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী মহানগরীর ৩২টি পয়েন্টে রোব, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে তিনদিন সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চাল বিক্রি করা হবে।
জেলা প্রশাসক আরো জানান, জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে মাসে একজন ব্যক্তি ২০ কেজি চাল কিনতে পারবেন। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষজন ভোক্তা হিসেবে বিবেচিত হবেন। চাল কেনার সময় প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।
সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে চাল কেনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, রোববার সকালে সরেজমিনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে চাল কিনতে দেখা গেছে। মহানগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া লিলি সিনেমা হল এলাকায় মানুষ প্রচণ্ড রোদে দাঁড়িয়ে চাল কিনছিলেন। একই রকম অবস্থা দেখা গেছে, কাদিরগঞ্জ আমবাগান, আসাম কলোনি সপুরা, দাসপুকুর বউবাজার, টিকাপাড়া, কাজলাসহ বিভিন্ন এলাকায়।
রাজশাহী জেলার খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নাজমুল হক ভুইয়া জানান, মহানগরীতে চাল বিক্রির জন্য প্রত্যেকটি পয়েন্টে খাদ্য বিভাগের তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তাদের উপস্থিতিতেই ডিলাররা সাধারণ মানুষের মাঝে চাল বিক্রি করছেন। সুষ্ঠুভাবে চাল বিক্রির উদ্দেশ্যে সতর্ক রয়েছে খাদ্য বিভাগ। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চাল বিক্রির পয়েন্টগুলোতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com