স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: ৩ নভেম্বর (মঙ্গলবার) শাহবাগে বাম সংগঠনগুলোর মশাল মিছিলে দেওয়া স্লোগানকে ‘বিদ্বেষপ্রসূত ও উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ‘বাম সংগঠনগুলোর এই স্লোগান ভালো ফল বয়ে আনবে না। ’
রবিবার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তার ব্যক্তিগত সচিব ইম’আমুল হাসান ফারুকী এদিন বিকালে বাংলা ট্রিবিউনকে জানান, গত মঙ্গলবার বাম সংগঠনগুলোর বিক্ষোভে হেফাজতবিরোধী স্লোগান ব্যবহার করা হয়েছে।
এক বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘‘সেদিন শাহবাগে বাম সংগঠনগুলোরর অনুষ্ঠিত একটি সমাবেশ শেষে ‘প্রগতিশীল গণসংগঠনগুলোর’ ব্যানারে উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ কিছু সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল শহীদ মিনারে যাওয়ার পথে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশে কিছু মিথ্যা ও বিদ্বেষমূলক স্লোগান দিয়েছে। যা অনভিপ্রেত, দুঃখজনক এবং নিন্দনীয়।’’
বিবৃতিতে বলা হয়, ‘হেফাজত মহাসচিব সতর্ক করে বলেন, এমন উসকানিমূলক আচরণের কারণে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, তা কারোর জন্যই শুভ ফল বয়ে আনবে না।’
বাবুনগরী বলেন, ‘কায়েমী স্বার্থবাদীদের পক্ষ অবলম্বন করে এই সব অর্বাচীন তরুণদের হেফাজতে ইসলামকে সংঘাতে জড়ানোর উসকানি দেওয়ার হটকারীর পথ পরিহার করার জন্য আমরা তাদের অভিভাবক বাম ও কমিউনিস্ট পার্টিগুলোকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিচ্ছি।’
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.