স্টাফ রিপোর্টার উত্তরবঙ্গ প্রতিদিন : ঘরের বাইরে বের হওয়ার কারণে রাজধানী রূপনগর আবাসিক এলাকার মোড়ে দুই সাংবাদিককে মারধর করেছে পুলিশ। এই দু’জন স্থানীয় হাসপাতালে ক্যানসার আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে বাসায় ফিরছিলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন শওকত হায়দার ও মো. জিহাদ। শওকত ইনিউজ একাত্তরের সম্পাদক এবং জিহাদ একই গণমাধ্যমের বিশেষ প্রতিবেদক।
মারধরের শিকার শওকত হায়দার বলেন, ‘রূপনগরের সুরক্ষা জেনারেল হাসপাতালে রক্ত দিয়ে আমি ও জিহাদ হেঁটে বাসায় ফিরছিলাম। রূপনগর মোড়ে লাজ ফার্মার কাছে আসার পর পুলিশ জিহাদকে ‘বের হয়েছিস ক্যা’ বলে বেধড়ক পেটাতে শুরু করে। জিহাদকে মারতে দেখে মোবাইলে ভিডিও করতে শুরু করি। তা দেখে আমাকেও মারতে শুরু করে তারা।’
তিনি বলেন, ‘বার বার সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা মারধর বন্ধ করেননি। ১২-১৫ জন পুলিশ সদস্য ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারতে থাকে।’
ঘটনাস্থলে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
তিনি আরও বলেন এই ঘটনাটির তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com