আন্তর্জাতিক রিপোর্ট,উত্তরবঙ্গ প্রতিদিন :: বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া হংকং-এর এক বড় অংশের মানুষের আন্দোলন ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করেছে। দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে গত ১০ সপ্তাহ ধরে সরব সেদেশর একটা বড় অংশ। আর এদিন নজির বিহীনভাবে সেই আন্দোলনকারীরা দখল নিয়ে নিল হংকং এর বিমানবন্দরের।
প্রায় ৫ হাজার বিক্ষোভকারী হংকং এর আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়ে নেয়। বিমানবন্দরের সমস্ত চেক ইন বন্ধ রয়েছে। বিমানবন্দরের টার্মিনালের যাবতীয় পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। সমস্ত যাত্রীকে এদিন আপৎকালীন ঘোষণার মাধ্যমে হংকং ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। মুহূর্তে ঘোষণা করা হয় , যে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করা হয়েছে। আতঙ্ক আর উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছে গোটা দেশ।
গগত সোমবারই বিমানবন্দরে প্রবেশ করে বিক্ষোভকারীদের দল। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে বিমানবন্দর কর্তৃপক্ষের। তাঁদের স্লোগান ছিল 'পুলিশ নিপাত যাক ', আন্দোলনকারীরা দাবি তোলেন হংকং নিবাসীদের জন্য একদমই সুরক্ষিত নয়।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com