স্টাফ রিপোর্টার, সাভার থেকে, উত্তরবঙ্গ প্রতিদিন::সাভারে ময়লার ডাম্পিং থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৮) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় অবস্থিত ময়লার ডাম্পিং স্টেশন থেকে ওই নারীর ৬ টুকরো লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পরে নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে বলিয়ারপুর এলাকার অবস্থিত সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং স্টেশনে এক নারীর অর্ধগলিত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে তল্লাশি চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে দু’পা, মাথা ও দু’হাত উদ্ধার করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও ওই নারীকে হত্যার পর তার মৃতদেহটি টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সকালে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে করে নিহতের মৃতদেহটি বলিয়ারপুর এলাকার ডাম্পিং স্টেশনে এনে ফেলা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com