স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::রাজশাহীর বাগমারার সাবেক সাংসদ সদস্য আবু হেনা শনিবার (১৪ নভেম্বর- ২০২০) দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশাইলাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে— রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি এক স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর পৈত্রিক নিবাস বাগমারা উপজেলার য়ুগিপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে তাঁর মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মরহুম আবু হেনা বিএনপি’র মনোনীত রাজশাহী- ৪ (বাগমারা) আসনের পর পর দুই বারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করে রাজস্ব বোর্ডে কাষ্টমস এর মহাপরিচালক ও পরে প্রকৃচির মহাসচিব নির্বাচিত হন। এবং পরবর্তীতে তিনি বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
এ দিকে বাগমারার এই সাবেক সাংসদের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত করে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগমারার সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জি. এনামুল হক।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com