পাবনা প্রতিনিধি : : পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর থেকে নাটোরের সরকারি খাদ্য গুদামের ৫৮ টন ৫শ কেজি চাল জব্দ করা হয়েছে। সোমবার বিকালে জয়নগর সীমা ট্রের্ডাস অ্যান্ড চাল কলের গোডাউন থেকে এসব চাউল জব্দ করা হয়।
জানা গেছে, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার পূজামণ্ডপের নামে বরাদ্দকৃত চাল পাবনার ঈশ্বরদীর সীমা ট্রের্ডাস অ্যান্ড চাল কলের মালিক তরিকুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন গুদামে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পায় ঈশ্বরদী থানা পুলিশ। এরপর দুদিন ধরে চেষ্টা চালিয়ে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গুদামের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য অফিসাররা উপস্থিত হন।
এসময় কল মালিক তরিকুল ইসলাম জানান, সে তার নাটোর প্রতিনিধির মাধ্যমে পূজামণ্ডপের নামে সরকারি বরাদ্দকৃত চাল ৩৯ টাকা কেজি দরে কিনে এনেছেন। যার মূল্য ২৫ লাখ টাকা।
একবারে এত টাকার চাল কেনার কোনও বৈধতা আছে কিনা তা নিয়ে যাচাই বাছাই চলছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘চালগুলো আহার্য বাবদ দেওয়া হয়, কোনও ব্যক্তি মালিকানায় এই চাল ক্রয়ের কোনও নিয়ম নেই। এটি সম্পূর্ণ অবৈধ।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে চালগুলো জব্দ করেছে। নিয়ম মেনে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ সংশ্লিষ্ট বিষয়ে পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘খাদ্য দফতরের কাজ সুষ্ঠুভাবে বিলি ও বণ্টনের। তবে সরকারি চাল বিলি বণ্টনের পর সেটা সরকারি থাকে না। কিন্তু ক্রয়-বিক্রি করা আইনগত দণ্ডনীয় অপরাধ।’
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.