নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে সন্ধ্যা প্রদীপ চ্যারিটি ফাউন্ডেশের আয়োজনে ছিন্নমূল ১৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন ।
আজ ৬ অক্টোরব মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই আয়োজন করা হয় ।
সন্ধ্যা প্রদীপ চ্যারিটি ফাউন্ডেশনের করোনাকালীন সহায়তা হিসাবে ধারাবাহিকভাবে এই কাজটি করে আসছেন । ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিমূহুত্বে পথশিশু ও অসহায় দরিদ্র ছিন্নমুল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছেন ।
রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে সংগঠনটির চেয়ারম্যান ফেরদৌস আরা কমল নিজ হাতে ১৫০ জন মানুষের মাঝে খাবার তুলে দেন । এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন । এছাড়ায় এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী রেলওয়ের প্রথম শ্রেনীর ঠিকাদার সংগঠনটির উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, দরিদ্র পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠির মধ্যে মানবিক উন্নয়নের সচেতনতাবোধ ও উদ্যোগ সৃষ্টি এবং তাদেরকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা । স্বাভাবিক জীবন যাপনের লক্ষ্যে সর্বাধিক সেবা ও সহায়তা প্রদান করা । সমাজের সার্বিক কল্যাণ সাধন বিশেষ করে দ্ররিদ্র ও পিছিয়ে পড়া জনগনের সার্বিক উন্নয়ন সাধনে সহায়তা করা । বেকার জনশক্তিকে ‘আর্থ সামাজিক উন্নয়ন মুলক’ কাজে লাগানোর মাধ্যমে পর নির্ভরশীলতা থেকে আত্ন নির্ভরশীল হিসাবে গড়ে তোলার দ্বায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে এই ফাউন্ডেশন বলে উল্লেখ্য করেন তিনি ।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com