স্টাফ রিপোর্টার::- রমেশ রাজু শ্রীলঙ্কায় গত রোববার ইস্টার সানডের সকালে আট জায়গায় আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে রমেশ রাজু (৪০) একজন। তাঁকে এখন জাতীয় বীর হিসেবে স্মরণ করছে শ্রীলঙ্কার মানুষ। কারণ, রমেশের বীরত্বের কারণেই হামলার শিকার একটি গির্জার ভেতর থাকা প্রায় ৬০০ লোক বেঁচে যান।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বো ও পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়ায় তিনটি গির্জায় হামলা হয় সেদিন। একই সময় কলম্বোয় তিনটি বিলাসবহুল হোটেলেও হামলা হয়। এ ছাড়া পুলিশের অভিযানের সময় আরও দুই জায়গায় বিস্ফোরণ ঘটে। এসব হামলায় ২৫৩ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
........................................................................................................................................................ উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com