নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির বাড়িতে বস্তাভর্তি সাংগঠনিক বইসহ বিভিন্ন নথিপত্র ও পাকিস্তানি পতাকা পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার আমোদপুর থেকে এসব উদ্ধার করে বাঘা থানার পুলিশ।
পলিশের অভিযান টের পেয়ে পালিয়েছেন শিবির নেতা আইয়ুব আলী। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় আইয়ুব আলী নিজ বাড়িতে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে শিবির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে আইয়ুব আলীর বাড়ি তল্লাশি করে বিভিন্ন প্রকার দুই শতাধিক সাংগঠনিক বইপত্র ও নথি, দলীয় কুপন এবং পাকিস্তানি পতাকা জব্দ করা হয়।
বাঘা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান সরকার জানান, গোপন সংবাদ পেয়ে ওই অভিযান চালিয়েছে পুলিশ।
অভিযানে শিবির নেতাকর্মীদের না পাওয়া গেলেও জিহাদি বইপত্রসহ পাকিস্তানি পতাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com