রাজশাহী মাদারল্যান্ড হাসপাতালের সাবেক ম্যানেজার গ্রেফতার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাজশাহী মাদারল্যান্ড হাসপাতালের সাবেক ম্যানেজার গ্রেফতারনিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে মাদারল্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারি ডা: ফাতেমা সিদ্দিকার সাবেক এক ম্যানেজারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎের অভিযোগ উঠেছে।ঐ ম্যানেজারের নাম ফজিলাতুন নেসা মেরী।মেরীকে আটকও করেছে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়,বিগত ১২ বছর ধরে রাজশাহীর মাদারল্যান্ড হাসপাতালে মেরী অত্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করে আসছিলেন।কিন্তু রোগী দেখার সিরিয়ালের টাকা প্রতিদিনই সরিয়ে রাখতেন।এভাবে বিগত ১২ বছর ধরে তিনি ডা: ফাতেমা সিদ্দিকার সাথে প্রতারনা করে আসছিলেন।কিন্তু অন্য কোন অফিস স্টাফ না থাকায় মেরী ইচ্ছামত টাকা পয়সা সরিয়ে রাখার সুযোগ পেয়ে যান।আর এভাবেই ১২ বছরে ম্যানেজার মেরী গোদাগাড়ীতে গড়ে তুলেছেন বিলাস বহুল বাড়ী।সম্প্রতি রাজশাহী তেরখাদিয়ায়  ৩ কাঠা জমি কিনে বাড়ীও নির্মান করছেন কোটি টাকা দিয়ে।দীর্ঘ ১২ বছর পর যখন ডা: ফাতেমা অতিরিক্ত ২ জন অফিস ষ্টাফ নিয়োগ দেন ঠিক তখনই হাতে নাতে ধরা পড়েছেন ১ লক্ষ টাকা চুরির সময়।এসময় রাজপাড়া থানা পুলিশকে খবর দিলে রাজপাড়া থানা পুলিশ সুকৌশলে ম্যানেজার মেরীকে গ্রেফতার করে।

এ বিষয়ে রাজশাহীর মাদারল্যান্ড হাসপাতালের স্বত্বাধিকারি ডা: ফাতেমা সিদ্দিকা বলেন – সুদীর্ঘ ১২ বছর যাবৎ মেরী আমার সরলতার সুযোগ নিয়ে

প্রতারনা করে আসছে যা আমি অনুমান পর্যন্ত করতে পারিনি।আমি তাকে আমার পরিবারের সদস্য হিসেবেই তাকে সকলের কাছে পরিচয় করিয়ে দিতাম।সেই সাথে প্রতি মাসে তার বেতন স্বরুপ ৩০ হাজার টাকা দিতাম তারপরেও তার এমন প্রতারনা করা আমার সাথে উচিত হয়নি।তবে তার সম্পদ গড়ে তোলার অনেক খবর আমার কাছে আসলেও আমি তা বিশ্বাস করিনি।যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আইনই তার যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলে আমি আশা বাদী।

এ বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশের ওসি শাহাদত হোসেন জানান –

অর্থ আত্মসাতের অভিযোগে আমরা মেরি নামের এক মহিলাকে গ্রেফতার করেছি এবং তাকে আটকপূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.