রাজশাহী বাঘায় মাদকবিরোধী অভিযানে ৪ পুলিশ আহত:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বাঘা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন::  রাজশাহী জেলার অন্তর্গত বাঘা থানায় মাদকবিরোধী অভিযানের সময় আসামির ধারালো অস্ত্রের আঘাতে চার পুলিশ ও এক সোর্স আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে আহত হন হামলাকারী এক মাদক ব্যবসায়ীও।

গত রবিবার রাতে উপজেলার ভানুকর গ্রামে এ ঘটনায় আহতদের চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এছাড়াও গুলিবিদ্ধ মাদক বিক্রেতা মিলন হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম।

আহত পুলিশ সদস্যরা হলেন, বাঘা থানার এসআই লুৎফর রহমান, এএসআই নুরনবী, এএসআই মাসুদ ইকবাল, এএসআই রেজাউল করিম। এছাড়াও আহত হন পুলিশের অভিযানে অংশ নেয়া সোর্স শরিফ আহাম্মেদ। আর পুলিশের গুলিতে আহত মাদক বিক্রেতার নাম মিলন হোসেন।

চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুল আলম বলেন, মিলনের ডান পায়ের হাঁটুর নিচে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও আহত পুলিশ সদস্যসহ পাঁচজনকে তারা ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। তাদের জখম গুরুতর নয় বলে জানান এই চিকিৎসক।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, উপজেলার সীমান্তবর্তী ভানুকর গ্রামের নুরুল ইসলামের ছেলে রিপন হোসেনের (৩৫) বাড়ি থেকে একই গ্রামের মাসুম হোসেনের ছেলে মিলন হোসেন (৩২) ফেনসিডিলের একটি চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে বাঘা থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.