স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানকালে র্যাবের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। গতকাল শনিবার বিকেলে নগরীর উপকণ্ঠ টাংগন পূর্বপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তবে র্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ধারালো হাঁসুয়াসহ জসিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা, ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত জসিম ওই এলাকার আজিজুলের ছেলে।
তবে র্যাব সূত্র ও স্থানীয়রা জানান, টাংগন পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল র্যাব-৫ সদস্যরা। একপর্যায়ে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে মাদক কারবারিদের আটকের চেষ্টা চালায়। এ সময় র্যাব সদস্যদের ওপর ধারালো হাঁসুয়া দিয়ে পাল্টা হামলা চালায় মাদক কারবারিরা। এতে হাঁসুয়ার কোপে মনির হোসেন নামের এক র্যাব সদস্য আহত হয়েছেন।
এ সময় গাঁজা, ইয়াবা, ১৭ হাজার টাকা ও ধারালা হাঁসুয়াসহ জসিম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তবে দুইজন মাদক কারবারি পালিয়ে গেছে বলে সূত্রটি জানিয়েছে।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.