রাজশাহী জুট মিলে শ্রমিক আন্দোলন:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

 স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::-  বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৯ দফা দাবিতে রাজশাহী জুট মিলস এর শ্রমিকরা পথসভা করেছে। রবিবার বেলা ১১ টায় রাজশাহী কাটাখালীতে অবস্থিত জুট মিলের গেটের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়।

জানুয়ারি মাস থেকে বেতন ও ভাতা না পাওয়াসহ শ্রমিকদের নানা দাবিতে এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় জুট মিলসের প্রায় ৮০০ শ্রমিক অংশগ্রহণ করে। এ সময় তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তবে প্রশাসনের অনুরোধে আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়কটি ছেড়ে জুট মিলের ভেতরে সংক্ষিপ্ত আকারে পথসভা করে।

পথসভায় অংশগ্রহণকারী পাটকল শ্রমিকরা বলেন, আমাদের এই আন্দোলন রুজি-রুটির। জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত সকল কর্মকর্তা ও শ্রমিকদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। বকেয়া বেতন প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা প্রদানসহ শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে।

আন্দোলনরতরা আরো জানান, আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল (সোমবার) সকাল দশটায় জুট মিল এর প্রবেশ গেটের সামনে লাঠি মিছিল করা হবে এবং ২ তারিখ থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘট চলবে। এ সময় প্রতিষ্ঠানটি শ্রমিকরা কোন কাজে অংশগ্রহণ করবে না।
…………………………………………………………………………………………………………………………………………… বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ upnews24x7.com most google ranking bengali news portal from Bangladesh.


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.