স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রাচীর টপকে পালিয়েছিলেন এক কয়েদি। তবে পুলিশ তাকে আবার ধরেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগতরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর আগে সকাল ১০টার দিকে জেলখানার প্রাচীর টপকে পালান ওমর কিস্কু (২৬) নামের ওই কয়েদি।
তবে নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান কয়েদী ওমর কিস্কুর পালিয়ে যাওয়া এবং ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওমর কিস্কু একটি হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদ-প্রাপ্ত আসামি। ২০১১ সাল থেকে তিনি জেল খাটছেন। খ্রীষ্টান ধর্মের অনুসারি ওমর কিস্কুর বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়া গ্রামে।
ওসি জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগার তার থানা এলাকায়। তাই কয়েদি ওমর কিস্কু পালিয়ে যাওয়ার পর কারাগার থেকে তাকে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে পুরো থানা এলাকায় তার সন্ধান শুরু করে পুলিশ। আড়াই ঘণ্টা পর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে ধরে আনা হয়। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই ওসি।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com