নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌর এলাকায় ১ম ধাপে ৩ হাজার ১০০ পরিবারের তালিকা সম্পন্ন হয়েছে। ১ম ধাপে পাবেন কাটাখালি পৌরসভার প্রতিটি রিকশাচালক, ভ্যানচালক, অটোচালক, এমা চালক, পাড়া-মহল্লায় অবস্থিত প্রতিটি দোকানদার, দিনমজুর এবং চরম দরিদ্র অসহায় পরিবারগুলো।
প্রতিটি পরিবার পাবেন পাঁচ কেজি চাউল, আধা কেজি মসুরের ডাল, হাফ লিটার সয়াবিন তেল এবং এক কেজি আলু।
এদিকে পৌর মেয়র আব্বাস আলী উত্তরবঙ্গ প্রতিদিনের এই প্রতিবেদককে জানান- কাটাখালীবাসী আপনারা সবাই নিজ নিজ বাসায় অবস্থান করুন। সবার বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া অব্যাহত থাকবেও বলে জানিয়েছেন পৌর মেয়র আব্বাস আলী।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com