স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে রোগ নির্ণয় অনেক সহজ হওয়ার কারণে দ্রুত আরোগ্য লাভে সবাই আশাবাদী হলেও অনেক ক্ষেত্রে লক্ষ করা যায়- সাধারণ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী মারা যায়।
উদ্বেগের বিষয় হল, ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হলেও অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়, অনেক ক্ষেত্রেই তা বিস্তারিত জানা যায় না।
সম্প্রতি রাজশাহী কমফোর্ট হাসপাতালের অবহেলার কারণে রাজশাহীতে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।গত শনিবার শিশুটির পরিবারের পক্ষ থেকে এ সকল অভিযোগ করা হয়েছে।
ঘটনাসুত্রে জানা যায় - পবা থানাধীন এক গর্ভবতী মা রাজশাহী লক্ষীপুরস্থ কমফোর্ট হাসপাতালে ভর্তি হন।ভর্তি হবার পর এক শিশু কন্যার জন্ম দেন ঐ গর্ভবতী মা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষর অবহেলার কারণে গত শনিবার ভোরের দিকে নবজাতক শিশু কন্যাটির মৃত্যু হয়।
এদিকে নবজাতকের মৃত্যুর ৪ দিন পার হলেও মামলা করতে পারেনি নবজাতকের বাবা মা। তবে নবজাতকের বাবা - মা ও তাদের আত্মীয় স্বজনকে স্থানীয় গুন্ডা মাস্তান দিয়ে হয়রানীরও শিকার করেছে কমফোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহীর কিছু রাজনৈতিক ব্যাক্তির স্মরনাপন্ন হওয়ার চেস্টা করেন।কিন্তু এতে আশানুরূপ ফল না হলে তারা মৃত নবজাতকের পরিবারকে বিভিন্নভাবে হয়রানীর মধ্যে রেখেছে।
তবে অনিয়ম,অব্যবস্থাপনা এবং আরো অনেক অসংগতি রয়েছে কমফোর্ট হাসপাতালের বিরুদ্ধে ।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com