রাজশাহীর তানোরে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাজশাহীর তানোরে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যাতানোর প্রতিনিধি ::  রাজশাহীর তানোরে রহিমা খাতুন (৩৮) নামের দুই সন্তানের এক জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গঙ্গারামপুর বলদীপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রহিমা খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের প্রথম স্ত্রী। তার ১২ ও সাত বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় রহিমা খাতুনের বাবা আফতাব উদ্দিন বাদী হয়ে রাতেই তানোর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রহিমার স্বামী আশরাফুল ইসলাম (৪৫) ও সতীন মোসলেমা বেগমকে (৩৫) মামলায় আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক তারা।

তানোর থানার (ওসি) রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।

অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, ১৮ বছর আগে উপজেলার গঙ্গারামপুর বলদীপাড়া এলাকার মৃত ওয়াসিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে একই উপজেলার মালবান্ধা শাল্লাপাড়া এলাকার আফতাব উদ্দিনের মেয়ে রহিমা খাতুনের বিয়ে হয়। এই দম্পতির ১২ ও সাত বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছিলেন রহিমা খাতুন। এক পর্যায়ে অনুমতি ছাড়াই তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে পারিবারিক অশান্তি চরমে পৌঁছায়। এর আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মারধর করে রাহিমা খাতুনকে বাড়ি থেকে বেরও করে দেন আশরাফুল।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.