চারঘাট থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন ::রাজশাহীর চারঘাটে একটি পুকুর থেকে জীবন্ত একটি কুমিরকে উদ্ধার করা হয়েছে।বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল সকাল থেকে চেষ্টা চালিয়ে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
নদীতে থাকা কুমির ডাঙ্গায় চলে আসার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ কুমির দেখতে ভিড় জমাতে থাকেন পুকুরপাড়ে।
স্থানীয় প্রশাসন জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল। তবে কুমিরটি কারও কোনো ধরনের ক্ষতি করতে পারেনি।পুকুরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শী মনিমুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরের দিকে তাকাতেই দেখি একটি কুমির মাঝে মাঝে মাথা উঁচু করে পাড়ের দিকে আসছে। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তারাও দেখতে পায় কুমিরটিকে।
সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে। পরে বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে জীবন্ত কুমিরটিকে উদ্ধার করেন তারা।
বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, এক ধরনের কুমির থাকে লোনা পানিতে অর্থাৎ সাগরে। আর আরেক ধরনের কুমির থাকে মিঠা পানি অর্থাৎ নদীতে। তিনি বলেন, উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানি অর্থাৎ পদ্মায় থাকার কথা। কিন্তু পথভ্রষ্ট হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে প্রাণীটি ডাঙ্গায় চলে এসেছে বলে ধারণা করছি। রাতে ক্যানেল থেকে পুকুরের পানিতে নেমে গেছে কুমিরটি। তবে প্রাণীটি কারও কোনো ধরনের ক্ষতি করতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, কুমির ডাঙ্গায় চলে আসার খবর শুনে তাৎক্ষণিক বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরে সংবাদ দেই। পরে তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com