নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর কাটাখালি পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাটাখালি থানাধীন বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার জিয়ারুলের কণ্যা ও বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী জিসা (৮) ও তার খালা একই এলাকার আনিসুরের কণ্যা ও বেলঘরিয়া আব্দুস সাত্তার স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরমিন (১৩)। । জিস ও আরমিন।
কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, বাড়ি থেকে বের হয়ে ইউসুফপুর দেওয়ান পাড়া ছোট পুকুরে গোসল করতে যায় তারা। গোসল করতে গিয়ে সাড়ে ১১টার দিকে পুকুরে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করতে শুরু করে। এর এক ঘণ্টা পর স্থানীয়রা একজনকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিশ^বিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার মো: মাসুদ এর পরিচালনায় ডুবুরী জুয়েল রানা আরেকজন শিশুকে উদ্ধার করে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদুটিকে মৃত ঘোষনা করেন। এদিকে, জিসা ও আরমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com