স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন:: বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধন করেন রাজশাহীর স্থায়ী সাংবাদিক বৃন্দ। অপসাংবাদিকতা ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাঁধা সৃষ্টিকারী অপচক্র রুখে দিতে, সেই সাথে চক্রান্তের স্বীকার সাংবাদিক এম এ হাবিব জুয়েল ও লিয়াকতের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানিকর মামলা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত মানববন্ধনটি রাজশাহী নগরীর কোট চত্ত্বরে বিকাল ৩ ঘটিকায় শুরু হয়ে ৫ টার দিকে শেষ হয়। উপস্থিত সাংবাদিক বৃন্দ দাবি করেন, কাটাখালি থানায় সাংবাদিক জুয়েল ও ফটো সাংবাদিক মমিনের বিরুদ্ধে ৪২০ ধারায় যে মামলা দেওয়া হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
প্রকৃত ঘটনা আড়াল করে, কিছু অপচক্রকারীর প্ররোচনায় মামলার এজাহারে একটি গল্প কাহিনী রচনা করে মামলা দেওয়া হয় বলে দাবি করে মানববন্ধনে। সেই ঘটনার বিবারন দিয়ে জুয়েল বলেন, ঘটনার টাকার কথা সত্য কিন্তু সেটা দেওয়া হয়েছিল অন্যকাজে কিন্তু পরে কাজটি না করতে পারায় তা ফেরত দেওয়া হলেও একটি মহল তাদেরকে বিভ্রান্ত করে মামলা দেওয়ান সাংবাদিকের নামে। এদিকে সেই অপচক্রের মুল হোতারা বিভিন্ন মাধ্যমে জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর সংবাদও পরিবেশন করেন। অপরদিকে জুয়েল ২০১৮ সালে ৯ নং ওয়াডের আই পি এল জুয়ার সংবাদ প্রকাশের পর, জুয়াড়ি কতৃক একটি মানববন্ধন হলে, সেই ঘটনার পূর্নাবৃত্তি করে অশিক্ষিত অপসাংবাদিকতা করা একটি গোষ্ঠি পুর্নরায় গনমাধ্যমের নামে নাম ধারী কিছু অনলাইন ও অপ্রচলিত পত্রিকায় সংবাদ প্রকাশ করতে থাকে বলে দাবি করেন জুয়েল। অপসাংবাদিকতা করেই সেই গোষ্ঠি ক্ষান্ত হয়নি, তারা প্রশাসনের নিকট ভুয়া অভিযোগ পত্র দিয়ে প্রশাসনকে গোমড়া করার চেষ্টায় লিপ্ত হয়। সকল ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই মানববন্ধন আয়োজন করেন স্থায়ী সাংবাদিকরা ।
এদিকে অপচক্র কারী গোষ্ঠি, পেছন থেকে ইন্দন দিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি লিয়াকত কেও ভুয়া ম্যাজিষ্ট্রট সাবভ্যস্থ করতে ছাড়েননি। এ ঘটনার পরিপেক্ষিতেই লিয়াকতকে আটক করেন বাগমারা থানা পুলিশ। এখানেও প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে বলে দাবি করে মাতৃজগতের অন্য একজন প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলী পুলক। তিনি বলেন সঠিক তদন্ত করে দোষিদের শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রায় স্থায়ী, জাতীয় দৈনিক সহ বিভিন্ন অনলাইন পত্রিকার সাংবাদিক, রাজনৈতিক ও স্থায়ী গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com