ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগর যুবলীগ কর্মী সানোয়ার হোসেন রাসেলের ১ম মৃত্যু বার্ষিকী পালন করেছে তার বড় ভাই বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামীলীগের সাংগঠনিক আনোয়ার হোসেন রাজা। এ সময় মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীসহ আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীসহ পনের শত এলাকাবাসী উপস্থিত ছিলেন। তার এই মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া খায়েরসহ কোরআন তেলোয়াত করা হয়।
রাজশাহী রেলওয়েতে খুন হন মহানগর যুবলীগ কর্মী সানোয়ার হোসেন রাসেন (৩০)। গত বছর ১৩ ই নভেম্বর দুপুরে রেলভবনের সামনে নির্মমভাবে খুন হন রাসেল। পরে তাকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বছর ১৩ নভেম্বর রাজশাহী রেলওয়ে ভবনে কিছু দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে বোয়ালিয়া পূর্ব আওয়ামীলীগের সাংগঠনিক আনোয়ার হোসেন রাজা ও তার ছোট ভাই সানোয়ার হোসেন রাসেন নির্মমভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক উন্নত চিকিৎসা দেওয়ায় প্রাণে বেচে যান আনোয়ার হোসেন রাজা। ঐদিনই নিহত রাসেলের ভাই মনোয়ার হোসেন রনি বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করলেও অজ্ঞাত কারণে ধরাছোয়ার বাহিরে রয়েছে অনেকেই।
এ বিষয়ে আনোয়ার হোসেন রাজা বলেন, মামলার প্রধান আসামীদের এখনো ধরা হয়নি। পুলিশ প্রভাবিত হয়ে মুল আসামীদের বাঁচানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা পুলিশের প্রতিবেদনের বিপক্ষে না রাজি প্রদান করেছি। তিনি আরও বলেন, আমি সহ আমার পরিবার এখন হতাশ। আদৌ কি আমি ন্যায় বিচার পাবো নাকি আইনের ফাঁক গলিয়ে আসামীরা বেচে যাবে। তবে তিনি এ সময় আসামীদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তি কামনা করেন।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.