স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীতে গত এক মাসে ২৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫টি নারী ও ১১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে। গত মে মাসের স্থানীয় ও জাতীয় সংবাদপত্রসমূহ এবং এসিডি’র নিজস্ব প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই জরিপ পরিচালিত হয়েছে।
শুক্রবার রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ এর ‘রিসার্চ, ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন ইউনিট’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে নারী ও শিশু নির্যাতনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে গত বুধবার জেলার তানোর উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে শ্বাশুড়িকে বাস দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর লাশ মাটিতে পুতে রাখা, গত ২৭ মে একই উপজেলার মুণ্ডমালার পৌর এলাকার গোরাঙ্গপুর গ্রামে ছেলের হাতে মা খুন, গত সোমবার পুঠিয়ায় ৭ বছরের শিশুকে জবাই করে হত্যা, ২৪ মে গোদাগাড়ীতে লাঠির আঘাতে ৩ মাসের শিশু নিহত, গত ২১ মে মোহনপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, গত ১২ মে পুঠিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, ২০ মে গৃহবধূকে ধর্ষণ, ১৭ মে বাঘায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা, একই দিন গোদাগাড়ীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছিল অন্যতম।
জেলায় মে মাসে ১৪ টি নারী নির্যাতনের মধ্যে মহানগরীর থানাগুলোতে সংঘটিত হয়েছে ৪টি এবং মহানগরীর বাইরের থানাসমূহে সংঘটিত হয়েছে ১০টি নির্যাতনের ঘটনা। এরমধ্যে বাঘায় ১টি, মোহনপুরে ৩টি, পুঠিয়ায় ১টি, গোদাগাড়ীতে ১টি, দূর্গাপুরে ২টি এবং তানোরে ২টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে হত্যা ৪টি, হত্যার চেষ্টা ১টি, ধর্ষণ ২টি, ধর্ষণের চেষ্টা ১টি, অপহরণ ১টি, আত্মহত্যা ৩টি, আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে ২টি।
জেলায় গত মাসে শিশু নির্যাতনের ঘটনা ঘটে ১১টি। এর মধ্যে মহানগরীর থানাগুলোতে সংগঠিত হয়েছে ১টি এবং মহানগরীর বাইরের থানাগুলোতে সংঘটিত হয়েছে ১০টি। এর মধ্যে বাগমারায় ০১টি, বাঘায় ২টি, মোহনপুরে ২টি, পুঠিয়ায় ২টি, গোদাগাড়ীতে ৩টি শিশু নির্যাতনের খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ২টি, ধর্ষণের ঘটনা ১টি, অপহরণ ১টি, আত্মহত্যা ৫টি এবং নিখোঁজের ঘটনা ঘটে ২টি।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.