থানা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন ::
রাজশাহীর মোহনপুর উপজেলায় অতিরিক্ত চোলাই মদপানে রঞ্জলী (৩৫) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে মদপানের পর রান্না করার সময় তার মৃত্যু হয়। মৃত রঞ্জলী উপঝেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি আদিবাসী পল্লীর রতনের স্ত্রী। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রান্না করা অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছে- দুপুরে রান্না করার আগে রঞ্জলী মদপান করেছিল।
তিনি আরও জানান, তবে মদপানে তার মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com