জানা যায়, নগরীর ভারসাম্য রক্ষার্থে রাজশাহী সিটি করপোরেশন নগরীতে ২২টি পুকুর ও ছোট দীঘি অধিগ্রহণ করে সংরক্ষণের মেগা প্রকল্প হাতে নিয়েছে। সরকারি নিউ গভ. ডিগ্রি কলেজের পশ্চিম পাশে সিটি করপোরেশনের অধিগ্রহণ করা একটি পুকুর 'ভূমিদস্যুরা' ভরাট করে দখলের চেষ্টা চালাচ্ছে। তারা ময়লা-আবর্জনা, বর্জ্য ফেলে এটি ভরাট করছে। এর প্রতিবাদে ৮ নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বরাবর চিঠিও দিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী এমএ হালিম বলেন, এখানকার মানুষ তাদের প্রয়োজনে পুকুরটি ব্যবহার করে আসছিল। রাজশাহী নগরীতে এমনিতেই তাপমাত্রা অসহনীয় পর্যায়ে থাকে। এভাবে পুকুর ভরাট করলে জীববৈচিত্র্য নষ্ট হবে। ফলে এ নগরী বসবাসের অযোগ্য হবে। এজন্য সিটি করপোরেশনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি। ............................................................................................................................................................... বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ - প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ upnews24x7.com most google ranking bengali news portal from Bangladesh.
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com