স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন:: পদ্মার ভাঙনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া ইউনিয়নের একটি স্কুলসহ অর্ধশতাধিক বাড়িঘর ও শতাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে; ভাঙনের মুখে রয়েছে আরও শতাধিক স্থাপনা। চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ জানান, তার ইউনিয়নের চর বোয়াল মারী বয়ারমারী এলকার প্রায় এক কিলোমিটার জুড়ে নদীর এই ভাঙন শুরুর পর বুধবার গভীর রাতে চর বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরানুল হক বলেন, নদী ভাঙনে বিদ্যালয়ের একটি ভবন ভেঙ্গে যাওয়ার বিষয়টি তারা জেলা প্রশাসকসহ সংশ্লিট কর্তৃপক্ষকে জানিয়েছেন। আর ভাঙনের মুখে পড়া আরেকটি ভবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, পদ্মার পানি নেমে যাওয়ার সময় কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দেয়। সে রকম ভাঙনের কবলে পড়েছে পড়েছে মানিকচক বোয়ালমারি এলাকা।
“বৃহস্পতিবার পর্যন্ত ওই ভবনের ২০০ ফিট দুরে ভাঙন রয়েছে। সেখানে জিও ব্যগ ফেলা হচ্ছে।”
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com