থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে মসজিদে অচেতন অবস্থায় তাবলীগ জামাতের ১৯ সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জেলার মোহনপুরের কেশরহাট পৌর এলাকার তিলাহারি পশ্চিম পাড়া মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ধারণা করছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তারা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তাবলিগ জামাতের ১৯ সদস্য অচেতন হন। খাবারের ডালের সাথে হয়তো চেতনানাশক পাউডার মিশিয়ে খাওয়ানো হয়েছিল। তবে চিকিৎসকরা সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, অজ্ঞানের শিকার তাবলীগ জামাতের ১৯ সদস্য এখন সুস্থ আছেন। ঘুম কেটে গেলেই তারা স্বাভাবিক হয়ে যাবেন।
তিনি বলেন, ইতোমধ্যে তাদের খেদমতের থাকা রাসেল নামের এক সদস্য নগদ সাড়ে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। এ জামাতটি ঢাকা থেকে কয়েক দিন আগেই এখানে আসে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com