স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন::রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৩৫ জন। আর জুলাই থেকে এ পর্যন্ত এক হাজার ৮৪৬জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে রাজশাহী ও পাবনা হাসপাতালে মোট দুইজন রোগী মারা গেছেন।
বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য বিভাগের (রাজশাহী বিভাগ) পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৪২৯ জন রোগী সেবা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে আটটি জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আরএমসিএইচ) নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। বর্তমানে হাসপাতলটিতে ভর্তি আছেন ১৩১ জন রোগী। জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৭৮ জন রোগী ভর্তি হন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন দুই হাজার ৪৮৬ জন। হাসপাতালটিতে সোমবার একজন ১৯ বছরের যুবক মারা যান।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com