নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: সাড়ে ৫০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক এক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার কমিশনের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ।
রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম, ডা. মো. রবিউল ইসলাম স্বপন, মো. মাহফুজুল হক ও মো. খায়রুল আলালকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে নিয়ম বহির্ভূতভাবে গোপনে সিদ্ধান্ত নেন।
জালিয়াতির মাধ্যমে আটটি দরপত্র তৈরি করে তা অনুমোদন করেন এবং দরদাতাদের মধ্যে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয় বলে মামলায় বলা হয়।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com