স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- রাজশাহীতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও দুইটি সরকারি হাই স্কুল। এ লক্ষ্যকে সামনে রেখে বুধবার (১০ এপ্রিল) নয়টি নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয় (হাই স্কুল) স্থাপন প্রকল্পের পরিচালক রায়হানা তসলিম রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাত করেছেন।
মেয়রের সঙ্গে সাক্ষাতের সময় প্রকল্পের পরিচালক রায়হানা তসলিম নতুন হাই স্কুল প্রতিষ্ঠার বিষয়ে বিম্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আবদুল মান্নান, উপ-পরিচালক শরমিন ফেরদৌস চৌধুরীসহ আরও অনেক।
এ বিষয়ে মেয়র সাংবাদিকদের বলেন, নগরীর উত্তর পার্শ্বে শিক্ষা প্রতিষ্ঠান কম। এ জন্য দুইটি নতুন হাই স্কুল উত্তর অংশের প্রায় চার একর জমিতে গড়ে তোলা হবে। দুইটি স্কুলেরই ১০ তলা আধুনিক ভবন হবে। এতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধাও থাকবে। ২০২১/২০২২ সালের মধ্যেই স্কুল দুইটি চালু হবে আশা করছি ।
………………………………………………………………………………………………………………………………………………………… উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.