রাজশাহীতে আমিনুল হকের জানাজায় মানুষের ঢল:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে শেষ বিদায় জানাতে জনতার ঢল নামে। গতকাল  দুপুর ২টায় তানোর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের লাশ সেখানে আনা হয় দুপুর দেড়টায়। সেখানে তাকে শেষবারের মতো দেখার জন্য মানুষের ঢল নামে। এসময় উপস্থিত বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (চাঁপাইনবাবগঞ্জ-১ সদর আসনের সাংসদ) হারুন অর রশিদ, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন, তানোর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক ও তানোর পৌর মেয়র মিজানুর রহমানসহ রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। পরে মঙ্গলবার বিকালে বাদ আসর নিজ জন্মস্থানে গোদাগাড়ীতে ষষ্ঠ জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত রোববার বেলা ১২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতাল প্রাঙ্গণে ব্যারিস্টার আমিনুল হকের প্রথম জানাজা, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও বিকেল ৪টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা এবং বাদ আসর পল্টনে থাকা বিএনপি কার্যালয়ে মরহুমের চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ হিমঘরে রাখা হয়।

………………………………………………………………………………………………………………………………………………………… উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.