স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: ৩১ ২০২০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় মোড়ক উম্মোচন হলো দৈনিক রাজবার্তা পত্রিকার সাহিত্য সম্পাদক, উত্তরবঙ্গ শিক্ষার্থী কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ,রাজশাহী জেলার সভাপতি, বিশিষ্ট কবি,সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মুকুল হোসেন এর লেখা ৫ম কাব্যগ্রন্থ হৃদয় সিন্ধু’র।
রাজশাহী শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আওয়ামী পরিবারের মিলন মেলায় উত্তর বঙ্গের নন্দিত নেতা আসাদুজ্জামান আসাদকে উৎসর্গ করে লেখা বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন এর সম্মানিত মেয়র এবং নগর আওয়ামী লীগ এর সভাপতি এ.এইচ,এম খায়রুজ্জামান লিটন,মিলন মেলার আয়োজক রাজশাহী জেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারন সম্পাদক, বিপ্লবী নেতা, আসাদুজ্জামান আসাদ,মিলন মেলার আহবায়ক ইন্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম,বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এর উপাধ্যক্ষ এবং নগর আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান,সাবেক মন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন্নেসা তালুকদার, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার,রাজশাহী মহানগর ছাত্রলীগ এর সাবেক সফল সভাপতি, জয় বাংলা পরিষদ এর আহবায়ক মোঃ শফিকুজ্জামান শফিক,তার সহধর্মীনি পারভীন আক্তার, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ খান,এ্যাডভোকেট আতাউর রহমান,প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, ছাত্রনেতা রুবেল সরকার ,বাদশাহ, শিবলী,তৌহিদ,,যুবলীগ নেতৃবৃন্দ,জাতীয় মহিলা শ্রমিক লীগ জেলা সভাপতি শাহনাজ পারভীন লাইজু, দেওপাড়া গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান আকতার সহ ৩সহস্রাধিক আওয়ামী জনতা।
উক্ত মিলন মেলায় হৃদয় সিন্ধু গ্রন্হের মোড়ক উম্মোচন এর পাশাপাশি ২২ জন প্রবীণ আওয়ামী যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। যার মধ্যে রাজশাহী পবার হরিপুরের হানিফ চৌধুরীর বয়স ১০৪ বছর। এছাড়াও দিনব্যাপী গম্ভীরা,নাচ,গানের পরসে মেতে উঠেছিলো রাজশাহী কেন্দ্রীয় উদ্যান। স্বকাল ছুঁয়ে মহাকাল, হৃদয় জুড়ে বাংলাদেশ,সোনার বাংলার কবিতা, কবি ও নদী এবং হৃদয় সিন্ধু গ্রন্থ প্রণেতা কবি মুকুল হোসেন তার বক্তব্যে বলেন যতোবার আসাদ পরিবারের নেতৃত্বে আওয়ামী পরিবারের মিলন মেলা হবে ততোবারই সে কাঁধে কাব্য ঝুলি ও বই নিয়ে মিলন মেলায় হাজির হবেন ।মুক্তিযুদ্ধের চেতনায় এবং ইসলামী সাধনায় বিশ্বাসী কবি আরো বলেন, আসাদ পরিবারের সহযোগিতা ও উৎসাহের কথা সে কোনদিন ভুলবেনা। কবি মুকুল হোসেন ৪শতাধিক বই বিনামূল্যে বিতরণ করে উপস্হিত জনতার ভালবাসায় সিক্ত হন।
অনুষ্ঠানে আসাদুজ্জামান আসাদ বলেন এটা চেতনার উৎসব,সাধনার মিলন স্হল। এখানে সবাই সমান।কেউ অতিথি নয়,সবাই আওয়ামী পরিবার। একটি আলোর প্রদীপ। তিনি মিলন মেলায় উপস্হিত সকলকে ধন্যবাদ জানান সার্বিকভাবে আওয়ামী পরিবারের মিলন মেলায় সহযোগিতা করার জন্য।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.