নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: ‘গুমোট আবহাওয়ার পর বৃষ্টির কারণে পানিতে অক্সিজেন কমে’ রাজশাহীর বিভিন্ন পুকুরে ৬১৬ টন মাছ মরে ভেসে উঠেছে। জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, মঙ্গলবার সারাদিন আবহাওয়া গুমোট ছিল। পরে আবার বৃষ্টি হয়। এসব কারণে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। যেসব পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য অ্যারেটর যন্ত্র রয়েছে, সেখানে কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, এ কারণে দুই দিনে জেলায় ৬১৬ মেট্রিক টন মাছ মারা গেছে। এর আনুমানিক বাজার দর ১১ কোটি ৮৩ লাখ টাকা। জেলার ৪ হাজার ৯৩০ জন চাষির মাছের ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে পবা উপজেলায়।রাজশাহীর আশপাশের জেলায়ও অনেক পুকুরে একই কারণে মাছ মারা গেছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেছে।
অলক কুমার বলেন, যেসব পুকুরে কাতল ও সিলভার কার্পজাতীয় মাছ বেশি চাষ করা হয়েছে, সেসব পুকুরের বেশি ক্ষতি হয়েছে। এই দুই জাতের মাছ পানির ওপরের স্তরের খাবার খায়। এই স্তরে উদ্ভিদ প্লাংকটন থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে। এই দুই জাতের মাছ উদ্ভিদ প্লাংকটন খেয়ে ফেলে। এতে অক্সিজেন তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com