রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ::- মাহে রমজানকে মুসলমানদের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস উল্লেখ করে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ বন্ধ রেখে সার্বিক পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি পাড়া-মহল্লায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী রোজাদারদের রোজা পালন, পবিত্রতা রক্ষা, ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার পরিবেশ সৃষ্টিসহ সার্বিক বিষয়ে সহযোগিতার নির্দেশ প্রদান করেছি। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রম গ্রহণ, জনজীবন সহজ করাসহ সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করেছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ইতোমধ্যে মাসব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা, ইফতার মাহফিল, ইসলামিক বই মেলাসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যারা সংগত কারণে রোজা রাখবেন না, তারা রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।’
…………………………………………………………………………………………………………………………………….. উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.