যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান একা থাকবে না : রাশিয়া:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

অনলাইন রিপোর্ট,উত্তরবঙ্গ প্রতিদিন:: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা করার মনোভাবকে পাগলামি ও দায়িত্বজ্ঞানহীন বললো রাশিয়া। বুধবার আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ মাফ করুন, আমেরিকা যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান কখনো একা থাকবে না। শুধু রাশিয়া নয় বরং বহু দেশ ইরানের প্রতি সহানুভূতিশীল।’

এ মন্তব্যের মধ্য দিয়ে রাশিয়া নিজেদের অবস্থান পরিষ্কার করলো আবারও। এর আগে, দেশটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও একই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি ইরানের হামলার বিষয়ে আমেরিকাকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।ইরাকের মতো ইরানেও হামলার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সিনিয়র কর্মকর্তাদেরকে ব্যক্তিগতভাবে টার্গেট করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা অত্যন্ত উদ্বেগজনক।

সের্গেই বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি ২০০৩ সালের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর জন্য একটি অজুহাত খুঁজছিল। ইরাকে হামলার আগে ওয়াশিংটন দাবি করেছিল দেশটি তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণ-বিধ্বংসী অস্ত্র আছে। কিন্তু পরবর্তীতে ইরাক দখলের পর এ ধরনের কোনও অস্ত্রই পাওয়া যায়নি। আমরা সবাই পরিণতিটা জানি। ২০০৩ সালের মে মাসে ইরাকে ‘গণতন্ত্রের বিজয়’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। কিন্তু গত ১৬ বছর ধরে আমরা সে গণতন্ত্রের স্বরূপ হাড়ে হাড়ে টের পেয়েছি।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.