স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করায় আন্তর্জাতিক ম্যাচে তিন মাস নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
এই সময়ের মধ্যে আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না তিনি। কনমেবল নিষেধাজ্ঞার পাশাপাশি বার্সেলোনার ফরোয়ার্ডকে ৫০ হাজার ডলার জরিমানাও করেছে বলে বিবিসি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে কনমেবল।
ব্রাজিলে কোপা আমেরিকার সেমি-ফাইনালে স্বাগতিকদের কাছে হারার পর এবং চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর রেফারি ও কনমেবলের কঠোর সমালোচনা করেন মেসি। পরে অবশ্য এর জন্য ক্ষমা চান তিনি।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com