মাদক অভিযানে সফলতার দ্বারপ্রান্তে শিবগঞ্জ থানা পুলিশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় হঠাৎ কমে গেছে মাদকসেবী ও বিক্রেতার সংখ্যা। এর পেছনে করোনাভাইরাসের সংক্রমণ ও শিবগঞ্জ পুলিশের তৎপরতাকে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে শিবগঞ্জ পুলিশ ও সাধারন জনতার  সম্মিলিত প্রচেষ্টাই এর মুল কারন।

এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন এলাকার বিনোদপুর,দুর্লভপুর, খাসেরহাট এলাকায় বহিরাগত মাদকসেবীদের ও মাদক ব্যবসায়ীদের মাদক কারবার বন্ধ করতে বিভিন্ন মোড়ে মোড়ে অভিযান চালাচ্ছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্’র নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আনাম, এসআই শাহারিয়ার হোসেন ও এ এএসআই হাবিবসহ শিবগঞ্জ থানা পুলিশ বিনোদপুর ইউনিয়নের টাপ্পু মোড়, টাপ্পু জিলাপির মোড়, খাসেরহাট বাজার ও কলেজ মোড় এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

পুলিশ জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে মাদক ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে মাঠে নেমেছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।

তিনি আরও বলেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের  নির্দেশনায় বিভিন্ন মোড়ে মাদকসেবীদের ঠেকাতে এবং চায়ের দোকানে অড্ডাবাজী বন্ধ করতে কাজ করছে শিবগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আনাম বলেন-

যে কোন সফলতার জন্য নিজস্ব উদ্যোগ সবচেয়ে বেশি প্রয়োজন।দেশের প্রতি ভালবাসা মাদক বিরোধী অভিযান আমরা

অব্যহত রেখেছি। মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ এধরনের সকল সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড নির্মুলে ব্যক্তি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। সে যে কোন অবস্থান থেকেই হোক না কেন। তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তাই আমি আমার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.