বান্দরবন প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় টহলের সময় মাদক কারবারিদের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজনকে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও আরেকজনকে কক্সবাজারে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারি কাউকে আটক করা যায়নি।
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই বিজিবি সদস্য হলেন— সৈনিক ফরিদুল (২৪) ও সৈনিক মৃত্যুঞ্জয় (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রেজুমুখ বিজিবির একদল সদস্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে টহল দিচ্ছিলেন। এসময় থোয়াইংগা পাড়ায় মাদক কারবারিরা বিজিবি’র টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তাদের গুলিতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
কক্সবাজার বিজিবির আঞ্চলিক কমান্ডার সাজেদুর রহমান পিএসসি বলেন, টহলরত অবস্থায় বিজিবি সদস্যদের লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলি চালালে আমাদের দু’জন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.