স্পোর্টস রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: আফগানিস্তানের হয়ে টেস্টে প্রথম ফিফটি-সেঞ্চুরি দুটিই পেলেন রহমত শাহ। কিন্তু তাঁর একবারের জন্যও মনে হয়নি বাংলাদেশের স্পিন আক্রমণ সাধারণ মানের।রহমত শাহ সংবাদ সম্মেলনে এসে বিনয়ের সঙ্গে স্বীকার করে নিলেন তিনি ইংরেজিতে কথা বলতে পারেন না। অনুবাদক হিসেবে সব বুঝিয়ে দেবেন দলের ম্যানেজার। বলতে না পারলেও রহমত ইংরেজি মোটামুটি বুঝতে পারেন।
ইংরেজির চেয়ে তিনি আরও ভালো বুঝতে পারেন বলের লাইন-লেংথ। ভালো বোঝেন বলেই আজ ইতিহাস গড়লেন আফগানিস্তানের হয়ে। প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে টেস্টে ফিফটি করেছেন।
আজ সেঞ্চুরিও করলেন। এতে রহমতের বড় একটা স্বপ্নই পূরণ হয়েছে, ‘আফগানিস্তানের হয় টেস্টে প্রথম সেঞ্চুরি করব, এটা আমার স্বপ্ন ছিল।
আয়ারল্যান্ডের বিপক্ষে যখন ৯৮ রানে আউট হলাম খুব হতাশ হয়েছিলাম। আজ আবার সুযোগ পেয়েছি এবং সেঞ্চুরি করেছি। এটা আমার জন্য গর্বের এক মুহূর্ত ছিল। আমিই প্রথম যে টেস্টে দেশের হয়ে প্রথম ফিফটি ও প্রথম সেঞ্চুরি করেছি।’
চট্টগ্রাম টেস্টের আগে যেভাবে স্পিন-স্পিন রব উঠেছিল, প্রথম দিনে অন্তত স্পিন-জুজু দেখা যায়নি উইকেটে। এই উইকেটে আফগান ব্যাটসম্যানদের রান তুলতে খুব একটা অসুবিধা হয়নি। তবে রহমতের মোটেও মনে হয়নি বাংলাদেশের স্পিনাররা খুব সাধারণ মানের বোলিং করেছেন, তারা মোটেও সাধারণ মানের স্পিনার নন।
বাংলাদেশের স্পিন আক্রমণ খুব ভালো। বিশেষ করে সাকিব আল হাসান। নম্বর ওয়ান অলরাউন্ডার। তাইজুল ইসলাম আছে। মেহেদীও ভালো। পেসারদের খেলতে হবে, এ মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। কিন্তু তারা শুধু স্পিন আক্রমণ নিয়েই খেলছে।
দিন শেষে ভালো অবস্থানে আছেন—এ দাবি করলেও রহমতের খানিকটা আফসোস এক উইকেট বেশি হারিয়ে ফেলেছেন তাঁরা, ‘কোচ ও অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলেছি। তবুও মনে হচ্ছে একটা উইকেট বেশি হারিয়েছি।’
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com