জেলা প্রতিনিধি,,উত্তরবঙ্গ প্রতিদিন :: ফ্রান্সের ‘শার্লি হেবদো’ পত্রিকায় প্রকাশিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শিববাড়ির মোড়ে খুলনার বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন ‘শার্লি হেবদো’ বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রচার করে। এতে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বনবী (সা.)-এর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ফ্রান্স সরকারকে এর চরম মূল্য দিতে হবে।
বক্তারা আরো বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করলে আমরা চুপ করে থাকব বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানেরই ঈমানের দাবি।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ খুলনার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান ও বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা গোলজার হোসাইন।
প্রতিবাদ সমাবেশে মাওলানা মিজানুর রহমান জিহাদী, মোল্লা হুসাইন বিন আমজাদ, মাওলানা গাজী আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন ইউসুফী, মাওলানা মুহা. এনায়েত উল্যাহ শেখ, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা খায়রুল ইসলাম নোমানী, হাফেজ মাওলানা ফিরোজ হুসাইন, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা নূর সাঈদ জালালী, অধ্যাপক মাওলানা জাফর সাদিক, মাওলানা ইব্রাহীম খলিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com