উত্তরবঙ্গ প্রতিদিন,ডেস্ক:: জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তানে গান গাইতে গিয়েছিলেন বলিউডের গায়ক মিকা সিং। এর জেরেই এবার তাকে বয়কটের সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
আনন্দবাজার জানায়, গত ৮ আগস্ট পাকিস্তানে গিয়েছিলেন মিকা। পাকিস্তানের এক ধনী ব্যবসায়ীর মেয়ের বিয়ের আসরে গান গেয়েছিলেন তিনি। অংশগ্রহণের জন্যে মিকা পারিশ্রমিক নেন প্রায় এক কোটি রুপি। মিকার অনুষ্ঠানের ভিডিও টুইটার পোস্ট করেন জনপ্রিয় পাকিস্তানি সাংবাদিক নিয়ালা ইনায়াত। এই অনুষ্ঠানে মিকা সিং ছা়ড়াও আরও ১৪জন ভারতীয় উপস্থিত ছিলেন।
এরপর গতকাল রাতে (১৩ আগস্ট) অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে কোনও চলচ্চিত্র নির্মাতা সংস্থা, মিউজিক কোম্পানি, অনলাইন কনটেন্ট ডিস্ট্রিবিউটর মিকা সিং এর সঙ্গে কোনও কাজ করবে না।
এই বিবৃতির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে। সরকারকে মিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে অনুরোধ করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com