পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী ক্লুনি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রেস ফ্রিডম বিষয়ক বিশেষ দূত আইনজীবী ও মানবাধিকারকর্মী আমাল ক্লুনি। যুক্তরাষ্ট্রের নিউজ ওয়েবসাইট দ্য হিল জানিয়েছে, সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে আমাল বলেছেন, ইউরোপীয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে উইড্রয়াল এগ্রিমেন্ট বা ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে তা অগ্রাহ্য করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এটা তার কাছে বেদনাদায়ক মনে হয়েছে।তিনি লিখেছেন, সরকার ইন্টারনাল মার্কেট বিল নামে একটি প্রস্তাব পাস করার চেষ্টা করছে। এটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা জানতে পেরে আমি হতাশ। যদিও সরকার বলেছে, এক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে সুনির্দিষ্ট ও সীমাবদ্ধ, কিন্তু ব্রিটেন এক বছরেরও কম সময় আগে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে এটা হবে তার লঙ্ঘন।

অভিনেতা জর্জ ক্লুনির জীবনসঙ্গী আমাল বলেন, এখনো তিনি বিশ্বাস করেন, ব্রিটেন ও কানাডা যেভাবে মিডিয়ার স্বাধীনতার পক্ষে প্রচার চালায় তা গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও তিনি আর বিশেষ দূতের দায়িত্ব পালন করতে চান না।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.