নিখোঁজ বিমানের খোঁজে পুরস্কার ঘোষণা ভারতীয় বিমান বাহিনীর:উত্তরবঙ্গ প্রতিদিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক সংবাদ ,উত্তরবঙ্গ প্রতিদিন:: ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান সাতদিন আগে নিখোঁজ হয়েছে। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নি। এই সাতদিনে বিমান বাহিনীর সব ধরনের বিমান দিয়ে খোঁজ চালানো হয়েছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরপরে স্থলপথে অরুনাচল প্রদেশের বিভিন্ন পাহাড়ে পাঠানো হয়েছে অভিযাত্রী দল। তারাও এখন পর্যন্ত কোনো খোঁজ দিতে পারেনি। এবার বিমান বাহিনীর পক্ষ থেকে বিমানটির খোঁজ দিতে পারলে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

গত শনিবারই বিমান বাহিনীর প্রধান শিলচরের বায়ুসেনার ঘাঁটিতে বিমানটির খোঁজে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে তা পর্যালোচনা করেছেন।জানা গেছে, গত ৩রা জুন সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের জোরহাট বিমান বাহিনীর ঘাঁটি থেকে অরুনাচল প্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দিয়েছিল আন্তোনভ এএন-৩২ বিমানটি। সেখানে চীন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে নামার কথা ছিল সেটির। দুপুর ১টা নাগাদ শেষ বার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তার পর আর খোঁজ মেলেনি। বিমানটিতে আটজন ক্রু ও পাঁচজন যাত্রী ছিলেন।

নিখোঁজ বিমানটির সন্ধানে সুখোই ৩০ ও সি-১৩০ বিমানসহ স্পাই বিমানকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। নয় বছর আগেও মেচুকা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল এএন-৩২ মডেলের এই পণ্যবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানের ২০১৬ সালেও একবার ভেঙে পড়ার নজির রয়েছে। এ ছাড়া ২০১৬ সালে জুলাই মাসে রহস্যজনক ভাবে আন্তোনভ এএন-৩২ বিমানের নিখোঁজ হওয়ার রেকর্ড রয়েছে। সেবার চেন্নাই থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আন্দামান-নিকোবর যাওয়ার পথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিমানটির। ওই বিমানে ২৯ জন যাত্রী ছিলেন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনো হদিস আজও মেলেনি। পাওয়া যায়নি ধ্বংসাবশেষও।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.