আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: জম্মু-কাশ্মীর থেকে অবিলম্বে প্রায় ১০ হাজার আধা সামরিক কর্মীকে সরানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেনা সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদসংস্থা পিটিআইকে এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অবিলম্বে ১০০ সিএপিএফ কোম্পানিকে ফেরানোর নির্দেশ দেয়া হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, সিআরপিএফের মোট ৪০ কোম্পানি ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বিএসএফ, সশস্ত্র সীমা বলের ২০ কোম্পানি করে বাহিনী এই সপ্তাহের মধ্যে জম্মু-কাশ্মীর থেকে সরানো হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com