জনগনের প্রত্যাশীত সেবা পুরনের লক্ষ্যেই কাজ করার অঙ্গীকার আরএমপির নয়া কমিশনারের

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: ডিআইজি মো: আবু কালাম সিদ্দিক আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন  পুলিশের ২৯ তম কমিশনার  হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ডিআইজি (কাউন্টার টেরোরিজম) এর দায়িত্বে ছিলেন।

এদিকে ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ বেলা ০২.৩০ ঘটিকায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক। শুরুতেই সভাপতি মহোদয় সকলের সাথে পরিচিত হন। মত বিনিময়কালে সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিকনির্দেশনা প্রদান করেন। মহানগরীকে মাদক সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা সহ সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।

নয়া পুলিশ কমিশনারের কর্মজীবন :: ১৯৯৮ সালে ১৭ তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন জনাব আবু কালাম সিদ্দিক। চাকরির শুরুতে তিনি প্রথমে নেত্রকোনায় এএসপি এবং পরে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এরপর অত্যন্ত সুনামের সহিত তিনি পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর, পটুয়াখালী ,দিনাজপুর, জয়পুরহাট ও খাগড়াছড়ি জেলায় দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও চট্টগ্রাম জেলা, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহ বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তার কাজের স্বাক্ষর রেখেছেন।

২০১৮ সালে তিনি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে এআইজি এবং ঢাকা বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এরপরপরই  বিকেল ৪ টায় রাজশাহী নগর ভবনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.